Blog

সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো চলবে

সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো চলবে না: বকুল

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো চলবে না। এ বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দিতে হবে।

 

তিনি বলেন, যারা আনুপাতিক ভোটের কথা বলছেন, তারা বাংলাদেশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং প্রতিবেশী দেশ থেকে গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানার সার্বিক উন্নয়নে সর্বস্তরের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রকিবুল ইসলাম বকুল বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার দোসরদের হাতেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, তাদের বাদ দিতে হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে।


তিনি বলেন, জনগণ স্থিতিশীল বাজার চায়। দেশে একটা সংস্কার হবে এবং নির্বাচনমুখী সংস্কার হবে যাতে দ্রুত নির্বাচন হয়। সংস্কার এমন কিছু করা যাবে না যেটা ভবিষ্যৎ জনগণের নির্বাচনের সরকারের করা উচিত। আবার সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে কালক্ষেপণও করা যাবে না। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। পুলিশ তার দৃশ্যমান কাজ করছে না যে ভাবে আমরা আশা করেছিলাম। বিএনপি আগেই সংস্কার নিয়ে ৩১ দফা দিয়েছে। তাই খোঁড়া যুক্তি চলবে না, যে সংস্কার আগে তারপর নির্বাচন। নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না, শক্তি পায় না। শহীদ জিয়া কলেজের প্রিন্সিপাল আবু হোসেন বাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও  সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।  


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেহানা ঈসা, শেখ সাদী, শফিকুল ইসলাম হোসেন, অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমুখ।


বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫

এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button