Blog

ছিনিয়ে নেওয়া তিন নৌকা ফেরত দিল বিএসএফ

ছিনিয়ে নেওয়া তিন নৌকা ফেরত দিল বিএসএফ

সাতক্ষীরা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কড়া প্রতিবাদের পর সুন্দরবনের কালিন্দী নদীর বাংলাদেশ অংশে মাছ ধরার সময় জেলেদের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া তিনটি নৌকা চারদিন পর ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


রোববার (২০ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত নদী কালিন্দীর জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে নৌকাগুলো বাংলাদেশি জেলেদের হাতে হস্তান্তর করে বিএসএফ।


কালিন্দী নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কার ও বিএসএফের শমসেরনগর ক্যাম্প কমান্ডার আবু বক্কার উপস্থিত ছিলেন।


এর আগে গত শুক্রবার ও শনিবার বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক হয়েছে।


বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান, তিনটি নৌকাসহ সেখানে থাকা জাল, বাজারসদাইসহ যাবতীয় টাকা পয়সা ফেরত দিয়েছে বিএসএফ।


এ সময় উভয় দেশের প্রতিনিধিদল আন্তঃসীমানার মধ্যে নিরাপত্তা নিশ্চিতসহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজার রাখার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করে।


প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল রাত ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বকচরা সীমান্তে বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বয়ারসিং এলাকায় মাছ শিকারে ব্যস্ত জেলেদের ওপর হামলা করে তিনটি নৌকা ছিনিয়ে নেন। এ সময় নৌকা হারিয়ে সারা রাত সুন্দরবনের গহীনে গাছে অবস্থান করার পর শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে পায়ে হেঁটে ও নদীর সাঁতরে লোকালয়ে ফেরেন। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে ঘটনাটি আপত্তি আকারে উত্থাপন করা হয়।


বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button