Blog

গ্যাস সংকটে এখনও চালু হয়নি সিইউএফএল

গ্যাস সংকটে এখনও চালু হয়নি সিইউএফএল
সিইউএফএল

চট্টগ্রাম: আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সংকটে গত শুক্রবার সকাল থেকে সার উৎপাদন বন্ধ। যা এখনও চালু করা যায়নি।


জানা যায়, সিইউএফএলে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম এই প্রতিষ্ঠান।

পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।

সিইউএফএলের উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী বাংলানিউজকে বলেন, শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টার থেকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্যাস সংকটের কারণে আমরা এখনও উৎপাদনে যেতে পারিনি। কবে নাগাদ কারখানা চালু হতে পারে সেব্যাপারে বলা যাচ্ছে না।


এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল।  


বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button