Blog

কাফনের কাপড় মাথায় বেঁধে যশোর পলিটেকনিকের

যশোর: ছয় দফা দাবিতে ‘কাফন মিছিল’ করেছেন যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।  



কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর এই মিছিল করেন তারা।


নামাজ শেষে শিক্ষার্থীরা একযোগে মাথায় কাফনের কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলে অংশ নেন। ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষার্থীদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দাও’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।


মিছিলটি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।


সমাবেশে বক্তারা পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।


তারা বলেন, অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে


বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button